মোঃ জহুরুল ইসলাম এর নতুন সিজিএ হিসেবে দায়িত্ব গ্রহণ
জনাব মোঃ জহুরুল ইসলাম অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত ১৩ অক্টোবর, ২০১৯খ্রি. তারিখের এক অফিস আদেশের মাধ্যমে হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। এ পদের দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি বাংলাদেশ রেলওয়েতে এডিশনাল ডাইরেক্টর জেনারেল (ফাইন্যান্স) পদে কর্মরত ছিলেন।
বাংলাদেশ সিভিল সার্ভিসঃ অডিট এন্ড একাউন্টস্ ক্যাডারের ৭ম ব্যাচের কর্মকর্তা জনাব মোঃ জহুরুল ইসলাম ১৯৬২ সালের ২৯ জানুয়ারি তারিখে পাবনা জেলার বেড়া উপজেলার অন্তর্গত দক্ষিণপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগ থেকে বি.কম (সম্মান) এবং এম.কম ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং এন্ড ফাইন্যান্স বিষয়ে এমএসসি এবং যুক্তরাষ্ট্রের হনলুলু বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন।
অডিট এন্ড একাউন্টস্ ডিপার্টমেন্টে কীর্তিময় কর্মজীবনে জনাব মোঃ জহুরুল ইসলাম প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কৃষি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ে, পরিচালক হিসেবে সিভিল অডিট অধিদপ্তর এবং প্রতিরক্ষা অডিট অধিদপ্তরে, ফাইন্যান্স কন্ট্রোলার হিসেবে বাংলাদেশ আর্মি পে-২, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা এবং লগ এরিয়া কার্যালয়ে, সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার হিসেবে বাংলাদেশ নৌ-বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং প্রতিরক্ষা ক্রয় কার্যালয়ে, রেলওয়ে হিসাব বিভাগের অতিরিক্ত অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা (পশ্চিম) এবং অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা (প্রকল্প) কার্যালয়ে এবং মহাপরিচালক হিসেবে বাণিজ্যিক অডিট অধিদপ্তরে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি এসপিইএসপি-বিঃ ষ্ট্রেংদেনিং দি অফিস অব দি কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল প্রজেক্ট এর প্রকল্প পরিচালক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। অধিকন্তু জনাব ইসলাম এডিবি সাহায্যপুষ্ট ‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার প্রজেক্ট’ এবং আইডিএ সাহায্যপুষ্ট ‘ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট’ এ সিনিয়র ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হিসেবে লিয়েনে কর্মরত ছিলেন। এর বাইরে জয়েন্ট অডিট টিমের সদস্য হিসেবে সার্ক সেক্রেটারিয়েট, সার্ক-জাপান স্পেশাল ফান্ড এবং নেপাল, ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে অবস্থিত সার্কের আঞ্চলিক কার্যালয়সমূহ অডিট করার অভিজ্ঞতা তাঁর রয়েছে।
জনাব ইসলাম তাঁর বর্ণাঢ্য চাকুরি জীবনে সরকারি অডিট কার্যক্রমের অংশ হিসেবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া, ইতালি, মালয়েশিয়া, সিংগাপুর, থাইল্যান্ড, মিয়ানমার, সৌদি আরব, সংযু্ক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেন। অধিকন্তু তিনি পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং গভর্ণমেন্ট অডিটং সংক্রান্ত বিষয়ে বেশ কিছু প্রশিক্ষণ, সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণ করেন। তন্মধ্যে ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টার নয়াদিল্লীতে অডিট অব পাবলিক ওয়ার্কস এন্ড প্রজেক্ট বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ, এআইটি থাইল্যান্ডে ট্রেনিং সেন্টার ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ, এডিবি সদর দপ্তরে ইপসাস বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ, জাতিসংঘ সদর দপ্তরে এসডিজি বাস্তবায়ন সংক্রান্ত অডিট প্রশিক্ষণে অংশগ্রহণ এবং সুইডিস অডিট অফিস কর্তৃক আয়োজিত ফাইন্যান্সিয়াল গাইডলাইন সাব কমিটির মিটিং এ অংশগ্রহণ অন্যতম।
ব্যক্তি জীবনে জনাব মোঃ জহুরুল ইসলাম মিসেস রওশন আরা ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ এবং দুই পুত্র সন্তানের জনক। তাদের বড় ছেলে মাইক্রোসফট সার্টিফাইড ডাটা-বেজড এডমিনিস্টেটর এবং বর্তমানে বিশ্ব বিখ্যাত বোয়িং কোম্পানীর ফ্লোরিডা, ইউএসএ কার্যালয়ে ডাটা-বেজড এডমিনিস্ট্রেটর হিসেবে কর্মরত এবং ছোট ছেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিবিএ অধ্যয়নরত।